নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | প্রিন্ট | 278 বার পঠিত
পুঁজিবাজার তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইমরান আহমেদ।
এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান ও প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
সভায় সমাপ্ত ২০২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা করেন পরিচালনা পর্ষদসহ বিনিয়োগকারীরা।
আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ১.১৯ টাকা।
শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৬ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিলো ১৭ টাকা ৩০ পয়সা।
আলোচ্য বছরে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে যা বার্ষিক সাধারণ সভার অন্যান্য এজেন্ডার সাথে বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
Posted ৩:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
bankbimaarthonity.com | rina sristy