শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি মূলধন কমেছে

নিজস্ব প্রতিবেদক:   |   শনিবার, ১০ জুন ২০২৩   |   প্রিন্ট   |   82 বার পঠিত

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি মূলধন কমেছে

বিদায়ী সপ্তাহে (০৪- ০৮ জুন) ূচকের পাশাপাশি মূলধন কমেছে দেশের উভয় শেয়ারবাজারে। তবে লেনদেনে ভিন্নতা রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সব ধরনের সূচক কমেছে। এক সপ্তাহে ব্যবধানে ডিএসইএক্স ২ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ৩৫২ দশমিক ৮৪ পয়েন্টে।

এছাড়া ডিএসই৩০ সূচক ৮ দশমিক ৪৪ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়ায় যথাক্রমে ২ হাজার ১৯২ দশমিক ৮৯ পয়েন্টে এবং ১ হাজার ৩৭৮ দশমিক ৪৩ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, দর কমেছে ১১৪টির ও অপরিবর্তিত রয়েছে ২০৮টি কোম্পানির। লেনদন হয়নি ১১টি কোম্পানির শেয়ার।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৪৪৪ কোটি ৫৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৫২১ কোটি ৬৪ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭৭ দশমিক ৮ শতাংশ।

ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৮৮ কোটি ৯১ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ১০৪ কোটি ৩২ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৩ হাজার ৬৮৮ কোটি ২৮ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৭৪ হাজার ২৮১ কোটি ২৬ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫৯২ কোটি ৯৮ লাখ টাকা।

এদিকে, বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে সিএএসপিআই দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৭৬২ দশমিক ৭৩ পয়েন্টে।

এছাড়া সিএসইসিএক্স সূচক দশমিক শূন্য ১ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ৪ দশমিক ৩৪ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১১ হাজার ২২০ দশমিক ৯৩ পয়েন্টে এবং ১ হাজার ৭৬৩ দশমিক ৩২ পয়েন্টে।

সিএসই৫০ সূচক দশমিক ৪০ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ১৩ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক শূন্য ৫ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ১০ পয়েন্টে, ১ হাজার ৩৮৭ দশমিক ৭৫ পয়েন্টে এবং ১ হাজার ১৭৭ দশমিক ৬৪ পয়েন্টে।

গত সপ্তাহে ৩০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, দর কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ১৪৪টি কোম্পানির।

আলোচ্য সপ্তাহে লেনদেন হয়েছে ৯৯ কোটি ২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮১ কোটি ৮৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৭ কোটি ১৯ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৮ হাজার ৯৭৮ কোটি ৭৭ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫৯ হাজার ৩০০ কোটি ৪৩ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩২১কোটি ৬০ লাখ টাকা।

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১০:২০ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।