নিজস্ব প্রতিবেদক: | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 80 বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৪ আগস্ট স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। এগুলো হলো- কে অ্যান্ড কিউ ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ আগস্ট এই দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শেয়ারবাজারের তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগামী ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।
এদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কোম্পানিটির প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটি বিদ্যমান ৫ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা থেকে ৬ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার ৩০৯ টাকা বাড়াবে। এজন্য কোম্পানিটি ১৭ লাখ ৮ হাজার ২৭৫টি সাধারণ শেয়ার ইস্যু করবে।
প্রতিষ্ঠানটি ১০ টাকা দরে শেয়ার ইস্যুর মাধ্যমে ১ কোটি ৭০ লাখ ৮২ হাজার ৭৫০ টাকা উত্তোলন করবে।
Posted ২:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan