নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 178 বার পঠিত
আজ ১৩ সেপ্টেম্বর সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১৩ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৪.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৪.৮৮ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৭.৫৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৩৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১২ কোটি ৫১ লাখ ৪৫ হাজার ৬৪৭টি শেয়ার ১ লাখ ৫৮ হাজার ৮২৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৬.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০০.৫৬ পয়েন্ট।
আজ ডিএসই শরিয়াহ সূচক ২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.২৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৩.৯৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৮টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয় ১৫১টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪০.৮৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
আজ ডিএসইতে ৯ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ২৩১টি শেয়ার ১ লাখ ২২ হাজার ৫০৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫২২ কোটি ৭৬ লাখ ৮৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩৯ কোটি ৭৭ লাখ ৬৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১৪.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৩১.৪১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৯৬১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৭৯৫ টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ২ লাখ ৯৮ হাজার ৮৩৪ টাকা।
Posted ৭:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan