| বুধবার, ১১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 69 বার পঠিত
শেয়ারবাজারের তালিকাভুক্ত ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারীজ লিমিটেড এবং অ্যাপেক্স ট্যানারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারীজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ স্টক এবং ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৫৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৭৪ টাকা ৩৯ পয়সা।
আগামী ২৯ নভেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৭ নভেম্বর।
অন্যদিকে, চামড়া খাতের কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৮২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৮৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ডডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।
Posted ১:২২ অপরাহ্ণ | বুধবার, ১১ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan