| শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 131 বার পঠিত
বাংলাদেশে উরুগুয়ের অনারারি কনসাল হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক মোস্তফা কামরুস সোবহান।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল নাঈম উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে তাকে এ সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন।
বিশিষ্ট শিল্পপতি ও জনহিতৈষী মোস্তফা কামরুস সোবহান ১৯৯৯ সালে যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে ২০১০ সালে তিনি ড্রাগন গ্রুপের সিইও নিযুক্ত হন। তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত রয়েছেন।
বাংলাদেশে প্রথমবারের মতো উরুগুয়ের অনারারি কনসাল হিসেবে মোস্তফা কামরুস সোবহান দুই দেশের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার কথা ভাবছেন।
বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে শান্তি তার নির্ধারিত মিশনের কেন্দ্রবিন্দু বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন মোস্তফা কামরুস সোবহান। -বিজ্ঞপ্তি
Posted ৮:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy