নিজস্ব প্রতিবেদক : | সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 94 বার পঠিত
আজ ২০ নভেম্বর সূচকের সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়। পরবর্তীতে সূচকের একটানা পতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। দিনশেষে প্রধান সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৪.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৬.৫৬ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১.০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৫.৮১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯টির , কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫১টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। আজ ডিএসইতে ১৭ কোটি ২৫ লাখ ১৯ হাজার ১২৩টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৪৪৭ বার হাতবদল হয়েছে।
আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৮৫ লাখ ৬২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৯ নভেম্বর ডিএসইতে ১৪ কোটি ২৪ লাখ ২২ হাজার ৫০৬টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ১৩ বার হাতবদল হয়।
আর দিন শেষে লেনদেন হয় ৪৩৩ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২৮.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৭৬.৬৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ২৭ লাখ ২৯ হাজার ৭৫৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার ৯২০ টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ১৬৩ টাকা।
Posted ৮:৪১ অপরাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan