| সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 148 বার পঠিত
আজ ১৮ ডিসেম্বর সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয় যার স্থায়িত্ব ছিল ৩০ মিনিট। পরবর্তীতে দুপুর দেড়টা পর্যন্ত স্বাভাবিক উত্থানের মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু এরপর দুপুর দেড়টার পর সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে প্রধান সূচক পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ১৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৫.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫১.১৬ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৭৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৯৭.৫৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে বেড়েছে ৪৮টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৯টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৪.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৮ কোটি ২০ লাখ ৮৩ হাজার ৩৭৮টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৬৮৮ বার হাতবদল হয়েছে।
আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৯২ লাখ ৭২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৭ ডিসেম্বর ডিএসইতে ২৫ কোটি ৯১ লাখ ১৯ হাজার ৭৮২টি শেয়ার ১ লাখ ৭৫ হাজার ২৯ বার হাতবদল হয়।
আর দিন শেষে লেনদেন হয় ৬২৪ কোটি ৬৭ লাখ ৮৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৫৯ কোটি ৭৫ লাখ ১২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২৯.২৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৪৫.৫৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ২৩১ টাকা।
গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৯৪ লাখ ২৬ হাজার ৯৪২ টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ২৮৯ টাকা।
Posted ৩:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan