| বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 74 বার পঠিত
১০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, টায়ার-২ এর মূলধনভিত্তি শক্তিশালী করতে বাজারে এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি। প্রস্তাবিত নতুন এ বন্ডের নাম হবে ‘আইবিবিপিএলসি ফিফথ মুদারাবা রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড।’ ব্যাসেল-৩ এর অধীনে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে।
এছাড়াও, বন্ডটি হবে আনসিকিউরড রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড। অর্থাৎ বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
Posted ১:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan