নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 64 বার পঠিত
ন্যাশনাল টি কোম্পানির পরিচালনা পর্ষদের দুর্নীতিবাজ পরিচালকদের পদত্যাগ, অর্থ লুটপাটকারী দুর্নীতিবাজ কেরামত আলী গং এর বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং নিগৃহীত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে কোম্পানির ক্ষতিগ্রস্থ কর্মকর্তা-কর্মচারী এবং শেয়ারহোল্ডাররা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর তোপখানা রোডে এনটিসি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শেয়ারহোল্ডারদের পক্ষে বক্তব্য রাখেন মো, মুনীরুজ্জামান, গোলাম ফারুক, ইকবাল গণি, মোবারক হোসেন ও শাহ মো. হুমায়ুন কবীর।
কোম্পানির কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক এইচ এস এম জিয়াউল আহসান, প্রাক্তন উপ মহাব্যবস্থাপক মো. শামসুল ইসলাম, সাবেক কোম্পানি সচিব একে আজাদ চৌধুরী, সাবেক ব্যবস্থাপক শাহজাদা সোহাগ, বাহাউদ্দীন লিটন, রাশেদুল হাসান রনি, মাহবুবুল আশরাফ জনি এবং কর্মচারীদের পক্ষে হাবিবুর রহমান বক্তব্য রাখেন।
মানববন্ধনে স্বৈরাচারী শেখ হাসিনার চাচা দুর্নীতিবাজ শেখ কবীর হোসেন এবং ব্যাংক লুন্ঠনকারী নাফিজ সরাফাতের প্রধান সহযোগী কেরামত আলীকে চাকুরিচ্যুত ও দৃষ্টান্তমূলক শাস্তি, শেখ কবির হোসেনের মদদপুষ্ট সিন্ডিকেটের লুটেরা ও দুর্নীতিবাজ স্বতন্ত্র পরিচালক গোপালগঞ্জের মো. মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান খান ও রাজিয়া বেগমের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তি, দুর্নীতিবাজ চৌধুরী নাফিজ সরাফাতের অন্যতম সহযোগী কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক আতিফ খালেদের পদত্যাগ এবং দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদ করায় অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল কর্মকর্তা ও কর্মচারীদের কোম্পানিতে পুনর্বহালের দাবি জানানো হয়।
Posted ৭:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | rina sristy