সোমবার ৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আস্থা লাইফের ৫ম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   4 বার পঠিত

আস্থা লাইফের ৫ম বর্ষপূর্তি উদযাপন

“সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সময়ের আবর্তে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠার ৫ম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অতিথিবৃন্দের অভ্যর্থনা, কেক কাটা, নতুন প্রোডাক্টসমূহ উদ্বোধন, মধ্যাহ্ন ভোজ, কর্মকর্তা-কর্মচারী ও পরিবারবর্গের সৌহার্দ্য বিনিময় এবং মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আস্থা লাইফ কম্পায়েন্স এর ক্ষেত্রে শতভাগ নিয়ম-নীতি অনুসরণে বদ্ধপরিকর এবং যাবতীয় বিধি-বিধান পুঙ্খানুপুঙ্খভাবে পরিপালনে আপোষহীন। প্রতিষ্ঠার পর অতি অল্প সময়ে পজিটিভ লাইফ ফান্ড তৈরি, নূন্যতম ৫ কর্মদিবসে বীমাদাবি নিষ্পত্তি, বীমাদাবি পরিশোধের হার ৯৯.৫% অর্জনসহ মাত্র ১দিন বয়স এর জীবন বীমা পলিসির অনুকূলে বীমাদাবি পরিশোধের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে সেনা প্রধানের সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে পরিচালিত আস্থা লাইফ জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি ইতিমধ্যে আস্থা, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে একটি নতুন ধারার স্মার্ট জীবন বীমা কোম্পানীর রোল মডেল হিসেবে অবদান রেখে চলছে।

আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি (অবঃ) এর সার্বিক নির্দেশনায় এবং কোম্পানীর সকল কর্মকর্তা-কর্মচারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। প্রধান কার্যালয় ছাড়াও দেশব্যাপী আস্থা লাইফের অন্যান্য অফিসসমূহে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৭:৫৫ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।