| বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 3 বার পঠিত
আজ ০৬ নভেম্বর সূচকের পাশাপাশি টাকার অংকে কমেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তু দুপুর পৌনে দুইটার পর থেকে একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ১৭.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৪৭.০৮ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯২.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৭.৭৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫ টির, কমেছে ২৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২১.৩০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ২৪ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৬৯২ টি শেয়ার ২ লাখ ৩২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৫১ কোটি ২০ লাখ ২২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৫ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.১৪ শতাংশ বা ১১২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৩৬৫.০১ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২৯.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৯১.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৬৭.৭৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩০৪ টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত রয় ৩০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭৬.১৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ৩০ কোটি ৬৯ লাখ ২ হাজার ৪২৭ টি শেয়ার ২ লাখ ৩৭ হাজার ২৩৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৩৯ কোটি ৭০ লাখ ৫৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৮৮ কোটি ৫০ লাখ ৩৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২২.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৮৯৯.০১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২০৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১ টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ২১ লাখ ২৭ হাজার ৯৭১ টাকা।
Posted ৪:০৪ অপরাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan