| মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 14 বার পঠিত
আজ ১২ নভেম্বর সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তু দুপুুর সোয়া ১২টার পর সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৫ শতাংশ বা ৩৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৯৮.৩৬ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১২.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৩.০০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭০.১০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬ টির, কমেছে ২১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৭ কোটি ১৯ লাখ ৮২ হাজার ৮৮৩ টি শেয়ার ১ লাখ ৭৭ হাজার ৩৯৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৭৭ কোটি ৬৬ লাখ ০৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১১ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৮ শতাংশ বা ৬৭.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৩৩৩.৪২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৯.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৯৫.২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৭৭.৪৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৯৮ টির, কমেছিল ১৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫০.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ১৮ কোটি ১৩ লাখ ২৪ হাজার ২৮ টি শেয়ার ১ লাখ ৫৫ হাজার ৮৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৯ লাখ ৩১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২২ শতাংশ বা ৩৩.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮০৮.১৪ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩ টির, কমেছে ১০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৩৮ টাকা।
Posted ৪:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan