| বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 3 বার পঠিত
আজ ১৩ নভেম্বর সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের একটানা উত্থান ঘটে। এরপর স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তু বেলা ১১টার পর সূচকের একটানা পতন ঘটে। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টা থেকে আবারও সূচকের তীর একটানা উপরের দিকে উঠে যায় এবং উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১৩ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ১৭.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩১৬.০১ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৪.৯৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭২.২০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২ টির, কমেছে ১৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৮.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৩ কোটি ৯৭ লাখ ১৮ হাজার ৯৪৮ টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ১৮৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭৯ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১২ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৫ শতাংশ বা ৩৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২৯৮.৩৬ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১২.২৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৮৩.০০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৭০.১০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৬ টির, কমেছে ২১৬ টির এবং অপরিবর্তিত রয় ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ১৭ কোটি ১৯ লাখ ৮২ হাজার ৮৮৩ টি শেয়ার ১ লাখ ৭৭ হাজার ৩৯৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৭৭ কোটি ৬৬ লাখ ০৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৭ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৮ শতাংশ বা ২৬.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭৮১.৩২ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার ৯০২ টাকা।
Posted ৪:০৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan