শনিবার ১৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   2 বার পঠিত

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরে

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় এসংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। ফলে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৪ সালের পরিবর্তে ২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।
শনিবার (১৬ নভেম্বর)  জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অতিরিক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ’র সম্পাদক কবি হাসান হাফিজ।

সভায় রিপোর্ট উত্থাপন করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া। রিপোর্টের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরীসহ জাতীয় প্রেস ক্লাবের প্রায় অর্ধশত সদস্য। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী।

ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করে সাধারণ সম্পাদকের রিপোর্টে বলা হয়, জাতীয় প্রেস ক্লাব একটি স্পর্শকাতর স্থানে অবস্থিত।
প্রতিদিনই এখানে হাজার হাজার লোকের সমাগম হয়। প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। বিপ্লব-পরবর্তী সময়ে পরাজিত শক্তির দোসরদের প্ররোচনায় আনসারদের দিয়ে প্রতি বিপ্লবের অপচেষ্টা চালানো হয়। এরপর সচিবালয়ে এবং এর আশপাশে সেই অপশক্তি একই অপচেষ্টা চালায়।

ক্লাবের বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসর সাংবাদিকরা নানাভাবে হুমকি দিয়ে আসছে। তারা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বানচালের ষড়যন্ত্র করেছিল। সময়োচিত পদক্ষেপের কারণে তারা সে অপকর্ম থেকে বিরত থাকতে বাধ্য হয়।

এতে আরো বলা হয়, জাতীয় প্রেস ক্লাব আর্থিক সংকটসহ নানামুখী সমস্যা মোকাবেলা করছে। আগামী ডিসেম্বরে ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।কিন্তু গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে অচলাবস্থা সৃষ্টির কারণে নির্বাচনী প্রাক-কার্যক্রম শুরু করা যায়নি। নির্বাচনের জন্য সেপ্টেম্বর থেকেই কার্যক্রম শুরু করতে হয়, তা সম্ভব হয়নি। নির্বাচনের জন্য বর্তমান পরিবেশও অনুকূল নয়। তাই বর্তমান ব্যবস্থাপনা কমিটি মনে করে দেশের বর্তমান জটিল পরিস্থিতিতে আগামী ডিসেম্বরে ক্লাবের নির্বাচন অনুষ্ঠান খুবই ঝুঁকিপূর্ণ হবে। ফ্যাসিবাদীদের দোসররা নির্বাচনের সুযোগ নিয়ে ক্লাব প্রাঙ্গণে বড় ধরনের অঘটন ঘটিয়ে বসতে পারে। তাই আমরা আসন্ন নির্বাচন ডিসেম্বর-২০২৪-এর পরিবর্তে এক বছর পিছিয়ে ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠান করার জন্য প্রস্তাব করছি।
এর আগে শুভেচ্ছা বক্তব্যে মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘প্রেস ক্লাবে এলেই দেখি নিজেদের মধ্যে ভাগাভাগি, আলোচনা-সমালোচনা। এগুলো থাকা ভালো। কিন্তু এটার একটা পর্যায় থাকা উচিত। এই প্ল্যাটফরম থেকে আমাদের ভালো কিছু করার চেষ্টা করতে হবে।’

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৭:৫৩ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।