| রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 23 বার পঠিত
আজ ১৭ নভেম্বর সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর পোনে দুইটার পর সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ২৬.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৮.৩২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮২.৯৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭৬.৯১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০ টির, কমেছে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৯.১৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৭ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৩১ টি শেয়ার ১ লাখ ৬৬ হাজার ৫৬৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৪ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ৩৯.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৩৫৫.৩২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৮৯.৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৮৬.৪০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৫৮ টির, কমেছে ৮৩ টির এবং অপরিবর্তিত রয় ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬৬.৮৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ১৯ কোটি ৪৮ লাখ ৬২ হাজার ১৮৭ টি শেয়ার ১ লাখ ৮৪ হাজার ৩৯৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৭৬ কোটি ৩৩ লাখ ৯২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭০ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৩ শতাংশ বা ৩৫.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮৪৪.৯৮ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩ লাখ ১৯ হাজার ৪৫০ টাকা।
Posted ৫:৪০ অপরাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan