| সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 14 বার পঠিত
আজ ১৮ নভেম্বর সূচকের পতনেও টাকার অংকে লেনদনে বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর ১টা ২০ মিনিটের পর সূচকের একটানা পতন ঘটে। দিনশেষে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১৮ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৩ শতাংশ বা ২৮.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩০০.০৬ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭১.৪৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৩.০৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩ টির, কমেছে ২০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৭ কোটি ৫১ লাখ ২৭ হাজার ৫১৪ টি শেয়ার ১ লাখ ৭৯ হাজার ৪৩৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫১ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ২৬.৯৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩২৮.৩২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৫৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৮২.৯৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৪৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৭৬.৯১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫০ টির, কমেছে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয় ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৯.১৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ১৭ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৩১ টি শেয়ার ১ লাখ ৬৬ হাজার ৫৬৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫০৫ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৫ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৩ শতাংশ বা ৬৩.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭৯৫.৩৩ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার ৯২৯ টাকা।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan