| বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 10 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের আগে আগাম ২৪ নভেম্বর থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- জেএমআই হসপিটাল, জিবিবি পাওয়ার এবং সেন্ট্রাল ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানি ৩টির মধ্যে আগামী ২৪ ও ২৫ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে জেএমআই হসপিটাল। রেকর্ড ডেটের কারণে আগামী ২৬ নভেম্বর এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
অপরদিকে, আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে জিবিবি পাওয়ার ও সেন্ট্রাল ফার্মা। রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ নভেম্বর এই দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেকচারিং লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৪১ পয়সা সমন্বিত আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৩ টাকা ৯৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হবে।
জিবিবি পাওয়ার : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ১০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ২৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস : কোম্পানিটি৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৩৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭ টাকা ০৬ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ৫ টাকা ৫৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর ।
Posted ১:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan