
| বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 319 বার পঠিত
বীমা শিল্পকে এগিয়ে নিতে যাদের অবদান রাখার সুযোগ রয়েছে তাদেরকেই বিআইএ’র নেতৃত্বে আনা উচিত বলে মনে করেন ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি ব্যাংক বীমা অর্থনীতিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এই নির্বাচনে প্রার্থিতা করতে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
গিয়াস উদ্দিন বলেন, যারা বীমা শিল্পকে মনে-প্রাণে ধারণ করেন, বীমা নিয়ে কাজ করেন, গবেষণা করেন এবং সব সময় বীমার সঙ্গে আছেন তাদেরকেই আমরা বিআইএ’র নেতৃত্বে চাই। যাতে বীমা শিল্পের উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারেন।
গিয়াস উদ্দিন জানান, বাংলাদেশের বীমা খাতকে আরও আধুনিক ও উন্নত করার স্বপ্ন দেখেন তিনি। অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাতে চান এ খাতের উন্নয়নে।
তিনি বলেন, বিআইএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন। অতীতে দেখা গেছে বীমা আইন প্রণয়নের পর যতগুলো প্রবিধান প্রণীত হয়েছে সেখানে বীমা শিল্পের স্বার্থ সংরক্ষিত হয়নি। অথচ এসব ক্ষেত্রে বীমা শিল্পের স্বার্থে বিআইএ’র ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বিআইএতে বিশেষায়িত জ্ঞান ও দক্ষতাসম্পন্ন নেতৃত্ব অপরিহার্য। তা না হলে বীমা খাতের স্বার্থ পরিপন্থী প্রবিধানও পাস হয়ে যেতে পারে।
মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সময়ের প্রয়োজনেই বিআইএতে গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচন করা উচিত। এতে সঠিক এবং যোগ্যতর নেতৃত্বকে বেছে নেয়ার সুযোগ তৈরি হবে। তিনি বলেন, নির্বাচিত হলে আমি বীমা খাতের ব্যবসা সংগ্রহের অস্বাস্থ্যকর প্রতিযোগিতা রোধে কাজ করব। ইন্টিগ্রেটেড সফটওয়্যার, ইউনিফায়েড কমিশন এবং সিস্টেমের জন্য কাজ করব। বিআইএ’র মাধ্যমে বীমা খাতের সংস্কার এবং যথাসময়ে গ্রাহকের দাবি পরিশোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেও জোরালো ভূমিকা থাকবে।
প্রতিশ্রুতিশীল বীমা ব্যক্তিত্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকচ্যুয়ারিয়াল সায়েন্স (মাস্টার অব অ্যাকচ্যুয়ারিয়াল সায়েন্স – এমএএস) বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। বীমা খাতে তার রয়েছে দীর্ঘ ২১ বছরের অভিজ্ঞতা। ২০১৪ সাল থেকে তিনি ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সে যোগ দেন এবং তার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
ক্যারিয়ারের বিভিন্ন সময়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন তিনি। মোহাম্মদ গিয়াস উদ্দিন কেবলমাত্র বীমা খাতেই কাজ করছেন না, তিনি গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম (জাতিসংঘ)-এর বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
Posted ৯:২২ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy