
| রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 136 বার পঠিত
বিগত পাঁচ বছর ধরে প্রতি বছর পহেলা মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে পালন করেছে সরকার। তবে এবার তা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবার এই দিবস পালিত হচ্ছে না বলে ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আবদুর রশীদ বিষয়টি আরো সুস্পষ্ট করে গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেছেন, সব জাতীয় দিবস এবার পালন করা হবে না। যেগুলো না করলেই নয়, শুধু সেগুলো পালন করা হবে। ১৯৬০ সালের পহেলা মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। এ তারিখটিকে বিবেচনায় রেখেই পতিত আওয়ামী লীগ সরকার জাতীয় বীমা দিবস ঘোষণার পরিপত্র জারি করেছিল। গত ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের পহেলা মার্চ জাতীয় বীমা দিবস পালন করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে জাতীয় বীমা দিবস আয়োজন করে থাকে।
২০২০ সালের ১৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করে ১ মার্চ জাতীয় বীমা দিবস উদ্যাপনের ঘোষণা দেয়। ওই পরিপত্রে দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবেও ঘোষণা দেওয়া হয়। পরে ২০২৩ সালে দিবসটিকে ‘ক’ শ্রেণিতেও উন্নীত করা হয়।
Posted ৯:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy