শনিবার ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

শেয়ারবাজার থেকে আরো সাড়ে ৬ হাজার কোটি টাকা গায়েব

  |   শুক্রবার, ১৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   12 বার পঠিত

শেয়ারবাজার থেকে আরো সাড়ে ৬ হাজার কোটি টাকা গায়েব

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ মার্চ’২৫) দেশের শেয়ারবাজার থেকে আরো সাড়ে ৬ হাজার কোটি টাকা গায়েব হয়েছে। এর আগের সপ্তাহেও প্রায় সোয়া ১৩ হাজার কোটি টাকার গায়েব হয়েছিল। অর্থাৎ গত সপ্তাহের ২ সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা এক্সচেঞ্জের (ডিএসই) থেকে মোট প্রায় ২০ কোটি টাকা গায়েব হয়েছে বা বাজার মূলধন কমেছে। তবে বিদায়ী সপ্তাহে ডিএসইর সব সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি উল্লেখযোগ্য হারে টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.৬৫ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৫.৬১ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ১১.৮৮ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০১.৫৬ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪.৩৯ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৫.২৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৪৭.৩৩ পয়েন্ট বা ৩.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫.০৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৭৬টি, কমেছে ১৮৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার শেয়ার ৬ লাখ ২৭ হাজার ৯৭৬বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৪ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪১ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা বা ৭.৭৮ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮২ হাজার ১৪৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৫ হাজার ৫৭০ কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৫৭৬ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা বা ০.৯৬ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩.৩৮ পয়েন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৬.২৭ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৫৬.১৭ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৫০.৯৪ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৮.৫১ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ এবং সিএসআই সূচক ২.৮৬ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১১১.৮১ পয়েন্টে এবং ৯৪৫.৯৬ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ১২৬.১৯ পয়েন্ট বা ১.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯২৩.৩৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৩১টি, কমেছে ১৫৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৯ লাখ ২৪ হাজার ৮৬৭ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৫৭ লাখ ২২ হাজার ৩৩৪ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১৪ কোটি ৪২ লাখ ২ হাজার ৫৩৩ টাকা বা ৭৩.৬৭ শতাংশ।

 

Facebook Comments Box
top-1

Posted ৫:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।