
বিবিএনিউজ.নেট | রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 922 বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ১১৬তম সভা মঙ্গলবার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
সভায় আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ ও ড.এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়াও কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) মোঃ শাহ আলম, পরিচালক (উপসচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৬:১০ অপরাহ্ণ | রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed