বিবিএ নিউজ.নেট | ৩০ অক্টোবর ২০২১ | ৬:৪৭ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত রংপুর ডেইরি (আরডি) এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৩ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা (বেসিক)। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।
বাংলাদেশ সময়: ৬:৪৭ অপরাহ্ণ | শনিবার, ৩০ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy