ব্যাংক বীমা অর্থনীতি ডটকম | সোমবার, ২৮ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | 1243 বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানী এমডি ও সিইও বিএম ইউসুফ আলী বলেছেন, আওয়ামী’লীগের বিপুল বিজয়ে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। প্রধামন্ত্রী চতুর্থবারের মতো শপথ নিয়েছেন। সরকারের এই বিজয়ে তাদের কাছে দেশ ও জনগনের প্রত্যাশাও অনেক বেড়েছে। আমরা আশা করবো সরকার বীমা শিল্পের উন্নয়ণে অতীতের মতো আন্তরিকতার সাথে কাজ করবে। আমাদের সমস্যা সমাধানে আরো ভূমিকা রাখবে।
২৩ জানুয়ারি, বুধবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে ‘বীমা শিল্পের সমস্যা ও উন্নয়ন’ নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আইডিআরএ’র চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষন করে বলেন, বড় দু‘একটি কোম্পানী ছাড়া ছোট ছোট বেশিরভাগ কোম্পানী নানা সমস্যায় আছে। বীমা সেক্টরের দু’একটি কোম্পানীর ভাল অবস্থান পুরো সেক্টরের চিত্র আশানুরূপভাবে ভাল অবস্থানে আছে এটা বোঝায় না। সুতরাং পুরো বীমা সেক্টরকে একটি ভাল অবস্থানে নিয়ে যেতে হলে সবাইকে নিয়েই এগুতে হবে। যার যে সমস্যা আছে সেগুলোর সমাধান করতে হবে। তবে বীমা সেক্টরের ইমেজ পুনর্গঠনে আইডিআরএ আমাদের প্রত্যাশার বাইরে অনেক ভূমিকা নিয়েছে । সেই জন্য তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বীমা সেক্টরকে আরো গতিশীল করতে শুধু ব্যক্তি বা কোম্পানী কেন্দ্রীক প্রচার না করে পুরো সেক্টরের জন্য একটি প্রচার অভিযানের উপর গুরুত্বারোপ করেন। আর এ ক্ষেত্রে তিনি সরকারকে সহাযোগিতার আহবান জানান। তিনি বলেন, ইতিবাচক প্রচারের অভাবেই সাধারণ মানুষ বীমাখাতকে ব্যাংকের মতো বিশ্বাস করতে পারছে না। অনেকে এই খাতকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের সঠিক প্রচারের ব্যর্থতা।
তিনি সরকারীভাবে বীমাখাত নিয়ে ব্যাপক প্রচারের দাবি জানিয়ে বলেন, সরকার শুধুমাত্র প্রচারের মাধ্যমেই গণশিক্ষা, পরিবার পরিকল্পনা এবং স্যানিটেশন নিয়ে সচেতনতার বিষয়ে শতভাগ সফল হয়েছে। টিভি এবং রেডিওতে প্রচার করলে মানুষ সেগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। প্রয়োজনে বীমা কোম্পানীগুলো খরচের যোগান দিয়ে হলেও প্রচার কাজে
তিনি সরকারের সহযোগিতা কামনা করেন। নিয়মনীতি মেনে কোম্পানীগুলো পরিচালনরা বিষয়েও সবার দৃষ্টি আকর্ষন করেনতিনি।
Posted ৯:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed