বিবিএনিউজ.নেট | ২৭ মার্চ ২০১৯ | ২:৪৮ অপরাহ্ণ
ওয়ান ব্যাংক লিমিটেড এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মধ্যে গত ২১ মার্চ অনলাইনে ফি গ্রহণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার শামসুদ্দোহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুসারে, চট্টগ্রামের অধিবাসীগণ ওয়ান ব্যাংকের যেকোনো শাখায় হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স এবং অন্যান্য ফিসমূহ প্রদান করতে পারবেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এজেএম নাসির উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২৭ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed