সংবাদ বিজ্ঞপ্তি | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ২:১০ অপরাহ্ণ
ওয়ান ব্যাংক লিমিটেড এবং সফ্টওয়্যার শপ লিমিটেডের (এসএসএল অয়্যারলেস) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে, ওকে ওয়ালেট গ্রাহকরা এসএসএল অয়্যারলেসের ২০০০ ই-কমার্স পার্টনার থেকে পণ্য ক্রয় করতে পারবেন এবং ৩০% ক্যাশব্যাকসহ আকষর্ণীয় উপহার পাবেন।
ওয়ান ব্যাংক লিমিটেডর গাজী ইয়ার মোহাম্মদ (ইভিপি এবং হেড অব ডিজিটাল অ্যান্ড ইনক্লুসিভ ফাইনান্সিয়াল সাভিের্সস) এবং সফ্টওয়্যার শপ লিমিটেডের আশীষ চক্রবতীর্ (চিফ অপারেটিং অফিসার) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কমর্কতার্রা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed