
কর্পোরেট ডেস্ক | বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 1077 বার পঠিত
জীবনের কোনো না কোনো সময় মানুষ ব্যর্থতার মুখোমুখি হয়। যতই কঠোর পরিশ্রম করি, আমরা কখনো কখনো ব্যর্থ হই। সমাজ আমাদের সব প্রচেষ্টাকে অগ্রাহ্য করে। আমাদের স্পৃহাকে মেরে ফেলে। এটি হয়তো আমাদের ফের লড়াইয়ের শক্তি ধূলিসাৎ করে দেয়।
কিন্তু এত কিছুর ভিড়ে একটা ব্যাপার থেকে যায় ‘আমাদের বন্ধু’। তারা আমাদের দুঃসময়ে পাশে এসে দাঁড়ায়। যখন আমরা মনে করি, আর কখনো ঘুরে দাঁড়াতে পারব না, আরেকটা শেষ চেষ্টা করার মানসিকতা হারিয়ে ফেলি, তখন বন্ধুর দেওয়া সাহসে আমরা আবার নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। মানসিক শক্তি পাই। এয়ারটেল ‘বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক’ নিয়ে এল নতুন বিজ্ঞাপন, যা সারা দেশের সেই বন্ধুদের উৎসর্গ করা হয়েছে, যারা সেই সব মুহূর্তে পাশে থাকে, পাশে ছিল। তাদেরই বলে আসল বন্ধু। এয়ারটেলের নতুন বিজ্ঞাপনটি সুন্দরভাবে মনকাড়া জিঙ্গেলের সঙ্গে দৃশ্যায়ন করা হয়েছে।
এয়ারটেল বাজস Airtel Buzz’s, ফেসবুক পেজ (www.facebook.com/airtelbuzz/videos/745116242601702//) ও ইউটিউব চ্যানেলে উপভোগ করুন সুন্দর ভিডিওটি (https://youtu.be/U0C4wd5jWW8)।
Posted ১:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed