বিবিএনিউজ.নেট | ৩১ ডিসেম্বর ২০১৯ | ২:১৪ অপরাহ্ণ
পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারেহোল্ডাররা।
রোববার সিলেটে খানস প্যালেস কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী। সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী জানান, বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। কোম্পানি ব্যবসায়িক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিইয়োগ করছে। বিগত অর্থবছরে বারাকা গ্রুপ চট্টগ্রামের পটিয়ায় কর্ণফুলী পাওয়ার লিমিটেড এবং বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড নামে ২টি ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।
এই দুটি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার পর বারাকা গ্রুপের সর্বমোট উৎপাদন ক্ষমতা ৩১৬ মেগাওয়াটে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সময়: ২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed