নিজস্ব প্রতিবেদক | ০৩ সেপ্টেম্বর ২০২০ | ৭:১২ অপরাহ্ণ
পুঁজিবাজারের আলোচিত ব্যক্তি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান এম এ খালেক ও তার স্ত্রী রুবাইয়াত খালেদকে ঘোষণা ছাড়াই শেয়ার বিক্রির কারণে ১৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সাথে, জরিমানা আদায় না হওয়া পর্যন্ত উভয়ের বিও হিসাব জব্দ করেছে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কমিশনের ৭৩৮ তম কমিশন সভায় এ নির্দেশ দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিএসইসি সূত্র মতে, ঘোষণা ছাড়াই এম এ খালেক ও তার স্ত্রী রুবাইয়াত খালেদ যথাক্রমে ৩২ লাখ ৮১ হাজার ২৬৬ টি এবং ২ লাখ ৬ হাজার ৭৭৭ টি শেয়ার নিষিদ্ধ সময়ে বিক্রি করেছে। একই সাথে এ সংক্রান্ত কর পরিশোধ করেনি।
এর মাধ্যমে বিএসইসি ও ডিএসই আইন লঙ্ঘন করেছে। আইন লংঘনের জন্য কমিশন এম এ খালেককে ১০ লাখ টাকা এবং রুবাইয়াত খালেদকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সাথে, জরিমানা আদায় না হওয়া পর্যন্ত উভয়ের বিও হিসাব জব্দ করেছে।
বাংলাদেশ সময়: ৭:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan