বিবিএনিউজ.নেট | শনিবার, ২৭ জুলাই ২০১৯ | প্রিন্ট | 724 বার পঠিত
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লি. (বিজিআইসি)-এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়।
এজিএমের শুরুতে শেয়ারহোল্ডারসহ উপস্থিত সকলে কোম্পানির প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চিরশান্তির জন্য দোয়া করেন।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সভায় দেশের বেসরকারি খাতে প্রতিষ্ঠিত প্রথম সাধারণ বীমা কোম্পানি বিজিআইসি ২০১৮ সালে তাদের বর্তমান প্রায় ৫৪ কোটি ৩ লাখ টাকা মূলধনের ওপর ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে।
অন্যদের মধ্যে কোম্পানির পাবলিক ডাইরেক্টর সোহেল হুমায়ুন, ইনডিপেনডেন্ট ডাইরেক্টর মুস্তাফা জামান আব্বাসী ও নব নির্বাচিত পাবলিক শেয়ারহোল্ডার ডাইরেক্টর মো. শাকিল রিজভিসহ ফিনেন্সিয়াল কনসালটেন্ট এ জেড চৌধুরী উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন জেনারেল ম্যানেজার ও কোম্পানি সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদ।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed