নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ আগস্ট ২০২০ | প্রিন্ট | 314 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্লক মার্কেটে ১৯ কোম্পানির ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, জিলবাংলা সুগার, উত্তরা ব্যাংক, এসকে ট্রিমস, সী পার্ল, প্রগতি ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, খুলনা পাওয়ার, জিএসপি ফাইন্যান্স, এস্কয়ার নিট কম্পোজিট, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বিডি ফাইন্যান্স এবং এসিআই। আজ কোম্পানিগুলোর ২৬ লাখ ৭৩ হাজার ২৫৮টি শেয়ার ৪৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৩ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৫২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকার ওরিয়ন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের।
এছাড়া জিলবাংলা সুগারের ৫ লাখ ৬০ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ২৫ লাখ ৬০ হাজার টাকার, এসকে ট্রিমসের ৬৬ লাখ টাকার, সী পার্লের ৯৯ লাখ ৬৩ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ৪৩ লাখ ৫০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৭৬ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ৫৬ লাখ ৫ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭৭ লাখ ২৫ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২৯ লাখ ৯৫ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ ৫ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৩৭ লাখ ৯৯ হাজার টাকার, এস্কয়ার নিট কম্পোজিটের ২২ লাখ ৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ৯ লাখ ১২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২৭ লাখ ৯৭ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১৬ লাখ ৩৫ হাজার টাকার এবং এসিআইয়ের ১৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৪:০০ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan