বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯ | প্রিন্ট | 774 বার পঠিত
ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মাইডাস ফিন্যান্সিং লিমিটেডের পর্ষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। কোম্পানির ৩০৩তম পর্ষদ সভায় সম্প্রতি তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেয় মাইডাসের পর্ষদ।
লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এর আগে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এর আগে প্রায় এক যুগ তিনি লংকাবাংলা সিকিউরিটিজের নির্বাহী প্রধানের দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটিকে দেশের ব্রোকারেজ ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ক্যারিয়ারে বিভিন্ন সময়ে তিনি দেশের উভয় স্টক এক্সচেঞ্জের পর্ষদে নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে স্নাতকোত্তর পড়াশোনার পাশাপাশি আইনেও স্নাতক ডিগ্রি অর্জন করেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক ছাত্র নাসির উদ্দিন চৌধুরী। কর্মজীবনে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল থেকে লিডারশিপ সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন তিনি। বিডি ভেঞ্চার লিমিটেড, ফিনেক্সেলসহ দেশের আর্থিক খাতে বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে যুক্ত তিনি। বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডেরও পরিচালক তিনি।
Posted ২:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed