বিবিএনিউজ.নেট | শনিবার, ০২ মার্চ ২০১৯ | প্রিন্ট | 706 বার পঠিত
রাজস্ব আয় বাড়াতে কর অফিস সম্প্রসারণ করা হবে উপজেলা পর্যন্ত। নিয়োগ দেয়া হবে বিপুলসংখ্যক জনবল। সম্প্রতি অর্থমন্ত্রীকে দেয়া কাস্টমস বিভাগের এক প্রতিবেদনেও জনবল ঘাটতির কথা তুলে ধরা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া।
লোকবল বাড়ানোর চেয়ে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। সম্প্রতি অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকে বসে এনবিআর এর কাস্টমস বিভাগ। যেখানে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার কারণগুলো তুলে ধরেন কাস্টমস বিভাগের কর্মকর্তারা। তাদের প্রতিবেদন অনুযায়ী, এনবিআরে ১১ হাজার ৪০ জন লোকবলের ঘাটতি রয়েছে। এই ঘাটতি থাকার কারণে প্রয়োজনীয় নজরদারি করা যাচ্ছে না। যা প্রভাব ফেলছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে।
এনবিআর চেয়ারম্যান জানান, ‘যে হারে জিডিপি বাড়ছে সে হারে বাড়ছে না রাজস্ব আদায়। তাই রাজস্ব বিভাগের সম্প্রসারণ জরুরি। ফলে উপজেলা পর্যায় পর্যন্ত কর নেট বাড়াতে আরও বহু লোকবল নিয়োগ দেয়া হবে।’ সংস্থাটির ঢালাওভাবে লোকবল বাড়ানোর চেয়ে প্রযুক্তির উন্নয়ন জরুরী বলে মনে করেন অর্থনীতিবিদরা। এতে মানুষের হয়রানি কমবে, বাড়বে রাজস্ব আয়ের পরিমাণ। এক্ষেত্রে উন্নত বিশ্বের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন তারা।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | শনিবার, ০২ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed