নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 67 বার পঠিত
সরকারি সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি) কর্তৃক শতভাগ অবলিখনের হার পরিবর্তন করে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ এসবিসি’র পরিবর্তে সেনা ইন্স্যুরেন্স পিএলসি’কে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে নন লাইফ বীমা খাতের সংম্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। আগামী বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কর্তৃপক্ষের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গত ০৯ অক্টোবর কর্তৃপক্ষের উপপরিচালক মোঃ সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে এই সভার কথা জানানো হয়েছে।
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বীমা কর্পোরেশন আইন ২০১৯ এর ১৬(১) ধারায় বর্ণিত সরকারি সম্পত্তি সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক ১০০% অবলিখনের হার পরিবর্তন করে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ সাধারণ বীমা কর্পোরেশনের পরিবর্তে সেনা ইন্স্যুরেন্স পিএলসি’কে প্রদানের বিষয়ে নন-লাইফ বীমা খাতের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম আসলাম আলম বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট (নন-লাইফ প্রতিনিধি) এবং সকল নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের অংশ নিতে আহবান জানানো হয়েছে।
এর আগে চলতি বছরের ২৫ মে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ সাধারণ বীমা কর্পোরেশনের পাশাপাশি সেনা ইন্স্যুরেন্স পিএলসিকে দেয়া যায় কি না; সে বিষয়ে মতামত চেয়ে অংশীজনদের কাছে চিঠি পাঠায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএ’র উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে ১৫ কার্য দিবসের মধ্যে মতামত প্রদানের এই অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, “সেনা ইন্স্যুরেন্স পিএলসিকে সশস্ত্র বাহিনীর বিভিন্ন সংস্থার নন লাইফ বীমা পলিসি অবলিখন করার অনুমতি প্রদানের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিকট আবেদন করা হয়েছে।
বীমা কর্পোরেশন আইন ২০১৯ এর ধারা ১৬ (১) অনুযায়ী সরকারি সম্পত্তি অথবা সরকারি সম্পত্তি সংশ্লিষ্ট কোন ঝুঁকি বা দায় সম্পর্কিত সকল প্রকার নন-লাইফ বীমা ব্যবসা সাধারণ বীমা কর্পোরেশন ১০০% অবলিখন করে এর ৫০% নিজের নিকট রেখে অবশিষ্ট ৫০% সকল বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানির মধ্যে সমহারে বণ্টনের বিষয়টি উল্লেখ রয়েছে। এই আইনের ১৬ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রয়োজনে এ সীমা পুনঃনির্ধারণ করতে পারবে মর্মে উল্লেখ রয়েছে।
Posted ৮:১৯ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy