| সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 10 বার পঠিত
ধারাবাহিক দরপতনের কবলে দেশের শেয়ারবাজার। অব্যহত দরপতনের কারণে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ বাড়ছে। প্রতিদিনেরম মত আজও ২৫ নভেম্বর ব্যাপক দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু শেষ বেলায় এসে একটানা সূচকের তীর নিচের দিকে নেমে যায়। তবে দিনশেষে সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৫ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১০.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩৬.১২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৭.৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৬.৭৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮ টির, কমেছে ১৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৭.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১১ কোটি ১৯ লাখ ৮ হাজার ৩৬ টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৮২৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৮১ লাখ ৩৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৪ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৮ শতাংশ বা ৫১.০৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৪৬.৪৯ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২.১২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৪৯.৪৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৯৯.৯০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১০ টির, কমেছে ২২৮ টির এবং অপরিবর্তিত রয় ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৮.০৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ১১ কোটি ২০ লাখ ৭১ হাজার ২৩৭ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৬২৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩০২ কোটি ৫ লাখ ৫৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭ কোটি ৭৫ লাখ ৮১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৬ শতাংশ বা ২৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৯৪.৯৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২৩৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৯ লাখ ৬৬ হাজার ৮৪১ টাকা।
Posted ৫:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan