
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 73 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক ও ডিএসই ট্রেকহোল্ডার কোম্পানি অ্যাসেঞ্জ (ASENZ) সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস লাইলুন নাহার ইকরাম মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তার মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম পরিচালনা পর্যদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
১৯৯০ সালের ১৪ নভেম্বর আমিন মো. তৌফিকের শেয়ার হস্তান্তরের মাধ্যমে মিসেস লাইলুন নাহার ইকরাম ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন৷ পুঁজিবাজারে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব লাইলুন নাহার ইকরাম ইঞ্জিনিয়ার্স এন্ড কনসালটেন্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ২০০৮ সালের মে মাস থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৭-১৯৯৮ সালের উইমেন্স এন্টারপ্রেনার্স এশিয়া অঞ্চলের পেশাগত ও ব্যবস্যার ক্ষেত্রে সফল মহিলাদের ‘প্রিয়দর্শিনী’ পুরস্কার লাভ করেন মিসেস লাইলুন নাহার ইকরাম। দি ফেডারেশন অব ইন্ডিয়া ১৪ নভেম্বর ১৯৯৮ সালে নয়া দিল্লির প্রগতি ময়দানে মহিলা উদ্যোক্তাদের এক আন্তর্জাতিক সম্মেলনে ভারতের বাণিজ্যমন্ত্রী শ্রী রামকৃষ্ণ হেগড়ে লাইলুন নাহার ইকরামকে এই পুরস্কার তুলে দেন।
তিনি একজন খ্যাতনামা স্থপতি৷ তিনি নগর ভবন, আর্মি কেন্দ্রীয় মসজিদ, এলজিইডি ভবন সহ অনেক বিল্ডিংয়ের নকশাবিদ। তিনি এশিয়ান ডেভেলপমেন্ট টেকনোলজি সেন্টারের প্রেসিডেন্ট, মাইডাস ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট লি. পরিচালক এবং ডিসিসিআই’র বিরাষ্ট্রিয়করণ, বিদেশি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগ কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
মরহুমার প্রথম নামাজে জানাযা আজ বুধবার (ফেব্রুয়ারি ১২) বাদ আসর তাকওয়া মসজিদ, রোড # ১২/এ, ধানমন্ডি, ঢাকায় এবং ২য় নামাজে জানাজা আগামীকাল বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১৩) বাদ জোহর গুলশান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Posted ২:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy