বৃহস্পতিবার ৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের শেয়ারবাজারের আকার জিডিপির মাত্র ২০% : বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   164 বার পঠিত

আমাদের শেয়ারবাজারের আকার জিডিপির মাত্র ২০% : বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমাদের শেয়ারবাজারের আকার জিডিপির মাত্র ২০%। এটা কোন মার্কেট হলো না। কিন্তু তারপরেও কতলোক বলে ফেলছে, মার্কেট অনেক বড় ও অতিমূল্যায়িত হয়ে গেছে। এসব বিষয়গুলো মোকাবেলা করতে হবে। যা আমাদের একার পক্ষে সম্ভব না। এক্ষেত্রে সবাইকে একসাথে কাজ করতে হবে।
শুক্রবার (১৯ নভেম্বর) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএসজেএফ) নিজস্ব অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ ও ড. মিজানুর রহমান, ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানসহ বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মনির হোসেন।

শিবলী রুবাইয়াত বলেন, আমরা শেয়ারবাজারের উন্নয়নে এখনো কিছুই করতে পারিনি। কিন্তু তারপরেও স্টেকহোল্ডাররা যেভাবে প্রশংসা করেন, তাতে সত্যিই ধন্য হয়ে যাই।

তিনি বলেন, নিজের বাসা বা ঠিকানা যে কি পরিমাণ প্রয়োজন, তা আমরা সবাই বুঝি। যারা নিজেদের বাসায় থাকি, তারা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করি। আসলে কোনকিছুই স্থায়ী ঠিকানা ছাড়া ভালোভাবে করা সম্ভব হয়নি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, সিএসজেএফ এতোদিন ধরে যতকিছু করতে চাচ্ছিলেন, তা ঠিকভাবে করতে পারছিলেন না। কিন্তু ঠিকভাবে করতে গেলে স্থায়ী ঠিকানা খুবই দরকার।

তিনি বলেন, বিএসইসির বিদ্যমান জনবল দিয়ে ১১শত প্রতিষ্ঠান নিয়ন্ত্রন করা খুবই কঠিন। আমাদেরকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ করতে হয়। তাই ক্যাপিটাল মার্কেট বিটের সাংবাদিকদের বিভিন্ন ইস্যুতে সঠিক তথ্য তুলে আনতে বলেন তিনি। যা কমিশনের কাজকে সহজ ও দ্রুত করে তুলবে।

যেসব ব্যবসায়ীদের পত্রিকা রয়েছে, তাদেরকে নিজেদের স্বার্থ রক্ষা বা প্রভাবিত করতে গিয়ে ভুল নিউজ সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান করেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, আমরা কিন্তু নিউজ দেখলেই বুঝি কেনো বা কি স্বার্থে করা হয়েছে। আমরা সত্য সংবাদ দেখতে চাই। নিজের ব্যবসার সুবিধার জন্য অন্যের জন্য ক্ষতিকর এমন কোন সংবাদ চাই না। এ জাতীয় বিষয়গুলো সিএমজেএফকে প্রতিরোধ করার আহ্বান করেন তিনি।

এতে বিএসইসির কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, আমাদেরকে বিদেশী বিনিয়োগ আনতে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে কাজ করছেন। এক্ষেত্রে সাংবাদিকদেরকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সহ-সভাপতি রিয়াদ মাহমুদ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট মো.ছায়েদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আনোয়ার হোসেন, অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ, বাংলাদেশ একাডেমি ফর ক্যাপিটাল মার্কেটের মহাপরিচালক ড.তৌফিক আহমেদ, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন, ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আহসান কবির, ইউনাইটেড সিকিউরিটিজের পরিচালক খায়রুল আনাম চৌধুরী, শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হক, আবেদ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মোঃ বরকত উল্লাহ, এএফসি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মজুমদার, ডিএসইর পরিচালক শাকিল রিজভী, লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সাফফাত রেজা, আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান, ইউসিবি স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা রহমত পাশা, ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন, ডিবিএ’র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, এবি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক, এবি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান পনির, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসান, ইউসিবি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর, ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক উদয় হাকিম, সিএমজেএফের ফাউন্ডার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ফাউন্ডার সেক্রেটারি ফখরুল ইসলাম হারুন, সাবেক প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম মিন্টু, সাবেক সেক্রেটারি সারোয়ার এ চৌধুরী প্রমুখ।

শেয়ারবাজার২৪

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ২০ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।