বিবিএনিউজ.নেট | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট | 544 বার পঠিত
রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা ২১ ডিসেম্বর রাজধানীর প্রগতি সরণিতে নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে কোম্পানির পরিচালনা পর্ষদ।
কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন পরিচালক সাবিহা আমজাদ ও চৌধুরী কামরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুস সালাম এফসিএ, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী সিপিএ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার কিশোর কুমার দেবনাথ। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান এফসিএ। এ সময় বিপুলসংখ্যক শেয়াহোল্ডারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাপ্ত ২০১৮-২০১৯ অর্থবছরে প্রতিষ্ঠানটির মোট নিট টার্নওভার ১৩৫১ কোটি ৭ লাখ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ৩ টাকা ৯১ পয়সা। মোট সম্পদ ৫৬৩ কোটি ৮৯ লাখ টাকা।
Posted ১:০২ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed