শুক্রবার ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইস্টার্ন ব্যাংকের ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ মে ২০২৩   |   প্রিন্ট   |   155 বার পঠিত

ইস্টার্ন ব্যাংকের ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা আজ ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব আব্দুল্লাহ আল মামুন।

সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন ব্যবস্থাপনা পর্ষদ বিনিয়োগকারীরা । এতে দেখা যায়, আলোচ্য বছরে ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার ৫ শত কোটি টাকার বিপরীতে পরিশোধিত মূলধন হয়েছে ১ হাজার ৭৩ কোটি ১০ লাখ টাকা। তাছাড়া প্রতিষ্ঠানটির ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৭০৯ কোটি ৭০ লাখ টাকায়, যা আগের বছর ছিল ২৬ হাজার ৮০১ কোটি ৯০ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির ডিপোজিট বেড়েছে ৪ হাজার ৯০৭ কোটি ৮০ লাখ টাকার বিপরীতে লিজ লোন এন্ড অ্যাডভান্সড দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৯১ কোটি টাকা। এছাড়া আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির ক্লাসিফাইড লোন ১৪০ কোটি টাকা হ্রাস পেয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি সমাপ্ত অর্থবছরে ২০২ কোটি টাকার উর্ধ্বে অগ্রিম আয়কর প্রদান করে। এছাড়া প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৯৮ কোটি ৯০ লাখ টাকা, যা আগের বছর ছিল ৩৮ হাজার ৮৮১ কোটি ৫০ লাখ টাকা প্রায়।

সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির এমন ব্যবসায়িক অগ্রগতিতে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশসহ সর্বমোট ২৫ শতাংশ লভ্যাংশ সভার অন্যান্য এজেন্ডার সাথে বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:৪৪ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।