বুধবার ৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত আরও এক টিভি সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক:   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   360 বার পঠিত

করোনায় আক্রান্ত আরও এক টিভি সাংবাদিক

করোনায় নতুন করে আরও এক টেলিভিশন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন নিউজের একজন রিপোর্টার করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানায় চ্যানেলের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা। রোববার (১২ এপ্রিল) তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের বাইরে একমাসের একটি প্রশিক্ষণ শেষে গত ২১ মার্চ ঢাকায় ফেরেন ওই রিপোর্টার। বিমানবন্দর থেকে তিনি সরাসরি তার ঢাকার বাসায় গিয়ে কোয়ারেন্টাইনে ছিলেন। ১৫ দিনের কোয়ারেন্টাইন শেষে ৫ এপ্রিল স্বেচ্ছায় অফিসে যোগ দেন তিনি। কিন্তু চারদিন অফিস করার পরই জ্বরে আক্রান্ত হন। পরে কাশি এবং গায়ে ব্যথা শুরু হলে আইইডিসিআরে যোগাযোগ করা হয়। এরপর গত শুক্রবার (১০ এপ্রিল) বাসা থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। শনিবার (১১ এপ্রিল) রাতে আইইডিসিআর জানায়, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই রিপোর্টার মানসিকভাবে চাঙ্গা আছেন। প্রথম থেকেই তার শ্বাসকষ্ট ছিল না। জ্বর ও গায়ে ব্যাথাও কমে এসেছে। তিনি শুরু থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এবং বাসায় আইসোলেশনে আছেন। এটিএন নিউজ কর্তৃপক্ষ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে।

এতে বলা হয়, বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তার সঙ্গে যারা চারদিন অফিস করেছেন এবং তিনি যাদের সঙ্গে মিশেছেন- তাদের তালিকা নেওয়া হয়েছে। সেই অনুযায়ী প্রতিষ্ঠানটির রিপোর্টার, ক্যামেরাম্যান, প্রোডিউসার, নিউজরুম এডিটরসহ ২০ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।