
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ জুন ২০২০ | প্রিন্ট | 387 বার পঠিত
কর্মীদের বাসায় বসে কাজের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম-ভার্চুয়াল সলিউশন’ নামের অত্যাধুনিক সফটওয়্যার চালু করেছে চতুর্থ প্রজম্মের পদ্মা ব্যাংক লিমিটেড। সোমবার এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা মহামারিতে সামাজিক দূরত্ব এবং শাখাগুলোয় নিরাপদ পরিবেশ বজায় রাখার লক্ষ্য নিয়ে পদ্মা ব্যাংক তাদের ৩০০ কর্মকর্তাকে বাসায় বসে কাজ করার ব্যবস্থা করে দিয়েছে।
ব্যাংকের আইসিটি বিভাগ একটি অত্যাধুনিক ও নিরাপদ সফটওয়্যার তৈরি করেছে, যা দিয়ে ঘরে বসেই কর্মকর্তারা গ্রাহকদের একাউন্ট খোলা, ফান্ড ট্রান্সফার, ক্লিয়ারিং চেক, আরটিজিএস, বিএফটিএন প্রসেস ছাড়াও নানাবিধ ব্যাংকিং কার্যক্রম করতে পারবেন।
এর আগে জুন ২১ (রোববার) পদ্মা ব্যাংক-এর গুলশানস্থ হেড অফিসে সফটওয়্যারটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন ও বিজনেস হেড জাবেদ আমিন।
Posted ৭:৩১ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan