শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেপিসিএলের ১১০ মেগাওয়াট বিদ্যুতের অনুমোদন অনিশ্চিত

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   390 বার পঠিত

কেপিসিএলের ১১০ মেগাওয়াট বিদ্যুতের অনুমোদন অনিশ্চিত

পুঁজিবাজারের তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) মেয়াদ শেষ হয়ে যাওয়া ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সময় বাড়ানো নিয়ে অনিশ্চিয়তা রয়েছে বলে জানান কোম্পানির চেয়ারম্যান হাছান মাহমুদ রাজা।

আজ রোববার কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি একথা জানান।

চেয়ারম্যান বলেন, আমাদের মেয়াদ শেষ হয়ে যাওয়া ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সময় বাড়ানো নিয়ে অনিশ্চিয়তা রয়েছে। কেন্দ্রটির ১৫ বছর মেয়াদ শেষ হওয়ার পর ৫ বছর বাড়ানো হয়। যা ১২ অক্টোবর ২০১৮ তে শেষ হয়। তারপর আমরা কয়েক দফায় চেষ্টা করেছি সেটা অনুমোদনের জন্য। বিষয়টির অগ্রগতি সম্পর্কে কোন কিছু জানা নেই। এটা আমাদের সব শেয়ারহোল্ডারদের জন্য বিশেষ বিষয়।

তিনি আরও বলেন, আমরা যখন শেয়ার মার্কেটে যাই তখন ৩০ শাতংশ শেয়ার ছাড়ি। বাকি ৭০ শতাংশ শেয়ার ইউনাউটেড ও সামিট গ্রাপের কাছে রয়েছে। আমার কিন্তু মার্কেটে যাওয়ার পর আর কোন শেয়ার মার্কেটে বিক্রি করিনি। এখন ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন হবে কিনা এটা নিশ্চিত না। এ বছর আমাদের নিট মুনাফা আগের থেকে কম। আমাদের কোম্পানি বাংলাদেশ বিদু্যৎ উৎপাদন কোম্পানির মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য কোম্পানিতে পরিণত হয়েছে। আমাদের কোম্পানি ৩০ জুন ২০১৯ সমাপ্ত বছরে ৬লাখ ২৭ হাজার ৬৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। এবং বার্ষিক মুসাফা দাঁড়িয়েছে ১৩৯ কোটি ১০ টাকা।

এজিএম এ কোম্পানির লভ্যাংশ অনুমোদনসহ মোট পাঁচটি এজেন্ডা শেয়ারহোল্ডারবৃন্দ অনুমোদন করেন। কোম্পানি সমাপ্ত হিসাববছরের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৫০ পয়সা। ৩০ জুন,১৯ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ২০ পয়সা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:০৯ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।