মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জাপান থেকে ৬৮০ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে জেএমআই

বিবিএ নিউজ.নেট   |   বৃহস্পতিবার, ০২ জুন ২০২২   |   প্রিন্ট   |   139 বার পঠিত

জাপান থেকে ৬৮০ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে জেএমআই

জাপান থেকে ৬৮০ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে জেএমআই
দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের সঙ্গে পথচলার ১২ বছর অতিক্রম করেছে জাপানের স্বাস্থ্যসেবা খাতের শীর্ষ প্রতিষ্ঠান নিপ্রো কর্পোরেশন। এ সময়ে নিপ্রো-জেএমআইয়ের যৌথ বিনিয়োগের পাঁচটি প্রতিষ্ঠানে ৬৮০ কোটি টাকার (৮ কোটি মার্কিন ডলার) সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে জাপান থেকে।

মঙ্গলবার (৩১ মে) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় ‘নিপ্রো-জেএমআই যৌথ বিনিয়োগ: বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে জাপানের মূলধন বিনিয়োগে দৃষ্টান্ত সৃষ্টিকারী’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।

এসময় জানানো হয়, ২০১১ সালে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগের মাধ্যমে নিপ্রো-জেএমআই যৌথ পথচলা শুরু হয়। পরবর্তীতে ডায়ালাইসিস পরিষেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন এবং বিপণনে ব্যবসা সম্প্রসারণ করেছে।

বর্তমানে নিপ্রো-জেএমআই যৌথ বিনিয়োগের পাঁচটি প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মী কাজ করছে। এসব প্রতিষ্ঠানে উৎপাদিত হচ্ছে ১০০টিরও বেশি পণ্য, যার মধ্যে ২৫টি প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি। এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকাসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে নিপ্রো-জেএমআইয়ের পণ্য।

নিপ্রো-জেএমআইয়ের পথচলার ১২ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশে চিকিৎসা সরঞ্জামের বেশিরভাগ আমদানি নির্ভর। এই পরিস্থিতির মধ্যেই জেএমআই গ্রুপ বাংলাদেশে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের পাশাপাশি রপ্তানিও করছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে যৌথ বিনিয়োগের ক্ষেত্রে নিপ্রো কর্পোরেশন জেএমআই গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে বর্তমানে দেশে পরিকল্পিত উন্নয়ন চলছে। দেশি-বিদেশি উদ্যোক্তাদের জন্য ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিচ্ছি আমরা। সামনের দিনে নিপ্রো-জেএমআইয়ের যৌথ ব্যবসা আরও প্রসারিত হোক এই কামনা করছি।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বিগত ৫০ বছরের মতো আগামী ৫০ বছরও বাংলাদেশে জাপানি বিনিয়োগ আসবে। এক্ষেত্রে আমরা চাই বেশি বেশি বেসরকারি বিনিয়োগ আসুক, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদার তৈরি হোক। জাপান-বাংলাদেশের ব্যবসায়ীরা যৌথ ব্যবসার ক্ষেত্রে নিপ্রো-জেএমআইয়ের সাফল্যকে মডেল হিসেবে অনুসরণ করতে পারেন।

জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, আমাদের দক্ষ মানবসম্পদ রয়েছে এবং আমরা দেশ ও মানুষের সেবায় প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের শুধু দরকার উন্নত প্রযুক্তি এবং বিনিয়োগ সহায়তা। এরইমধ্যে আমরা সক্ষমতার প্রমাণ দিয়েছি। করোনার মধ্যে আমাদের নিপ্রো-জেএমআইয়ের প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য দিয়ে গণটিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত সরকারকে ৩০ কোটি অটো-ডিজেবল সিরিঞ্জ সরবরাহ করেছি আমরা।

দেশের চিকিৎসা সরঞ্জাম খাতের উদ্যোক্তাদের নতুন পণ্য উৎপাদনে উৎসাহিত করতে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবিও জানান মো. আবদুর রাজ্জাক।

নিপ্রো কর্পোরেশন গ্লোবাল বিজনেস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক সুইয়োশি ইয়ামাজাকি জানান, বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে নিপ্রো-জেএমআই। সামনের দিনেও আমরা নিপ্রো কর্পোরেশন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান এবং নিপ্রো জেএমআই মেডিকেলের নির্বাহী পরিচালক কুনিও (কেনি) তাকামিদো।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11157 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।