শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শুরু

বিবিএ নিউজ.নেট   |   রবিবার, ২৩ মে ২০২১   |   প্রিন্ট   |   221 বার পঠিত

নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শুরু

পুঁজিবাজারে গত সপ্তাহের শেষ কার্যদিবসের ধারাবাহিকতায় নিম্নমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে চলতি সপ্তাহের লেনদেন। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক কমেছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৪৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৭৮৭.৫৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬.৭৪ পয়েন্ট কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ২৬৩.৬৪ পয়েন্টে এবং ২ হাজার ১৬১.৭২ পয়েন্টে।

আজ ডিএসইতে ১ হাজার ৪৮৫ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬৬ কোটি ৭৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫২ কোটি ৭৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১১০টির বা ৩০.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৮৮টির বা ৫১.৯৩ শতাংশের এবং বাকি ৬৪টির বা ১৭.৬৮ তাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮.২৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬ হাজার ৭৫৯.৪১ পয়েন্টে। সিএসইতে আজ ২৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টির দর বেড়েছে, কমেছে ১৪২টির আর ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৩ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।