বৃহস্পতিবার ৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিম্নমুখী সূচকে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ মে ২০২২   |   প্রিন্ট   |   170 বার পঠিত

নিম্নমুখী সূচকে বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ মে) সূচক পতনের মধ্য দিয়ে উভয় পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩২ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ১২৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবারও বাজারটিতে ৩৮০টি প্রতিষ্ঠানের ৩২ কোটি ১ লাখ ৯৭ হাজার ৮৬৩টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৩০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩২ দশমিক ৫৬ পয়েন্ট কমে ৬ হাজার ৬৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৫ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ১৩ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ১২৫৭ কোটি ৭১ লাখ ২ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২০৮ কোটি ৩১ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে ৫০ কোটি টাকা বেশি।

এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর লেনদেন হয় জেএমআই হসপিটালের শেয়ার।

তারপর যথাক্রমে রয়েছে শাইনপুকুর সিরামিক, ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল, আইপিডিসি, জিপিএইচ ইস্পাত, ওরিয়ন ফার্মা, প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড এবং জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫১৬ পয়েন্টে।

এ বাজারে ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৮টির, আর অপরিবর্তিত রয়েছে ২৫টির। এতে ৪৭ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ১৮৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩১ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৭০২ টাকার শেয়ার।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মে ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।