বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ন্যাশনাল টি কোম্পানির ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৯’ অর্জন

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   560 বার পঠিত

ন্যাশনাল টি কোম্পানির ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৯’ অর্জন

দি ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত “৭ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০১৯”-এর আওতায় ফুড অ্যান্ড অ্যালাইড কোম্পানিস ক্যাটাগরিতে ন্যাশনাল টি কোম্পানি রৌপ্য পদক অর্জন করে।

দি ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের বার্ষিক প্রতিবেদন মূল্যায়ন করে “৭ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০১৯”-এর আওতায় ফুড অ্যান্ড অ্যালাইড কোম্পানিস ক্যাটাগরিতে ন্যাশনাল টি কোম্পানিকে রৌপ্য পদকে ভূষিত করা হয়েছে। এ উপলক্ষে গত ২৩ জানুয়ারি হোটেল র‌্যাডিসনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এইচএসএম জিয়াউল আহসান ও কোম্পানি সচিব একে আজাদ চৌধুরীর হাতে এ পুরস্কার হস্তান্তর করেন।

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম (ভার্চুয়ালি), বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, “৭ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০১৯”-এর জুরিবোর্ডের চেয়ারম্যান ড. এবি মির্জা আজিজুল ইসলাম (ভার্চুয়ালি), দি ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ এফসিএমএ-এফসিএস এবং চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11167 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।