বিবিএ নিউজ.নেট | বুধবার, ১৯ মে ২০২১ | প্রিন্ট | 307 বার পঠিত
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২০২০ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. খলিলুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানি সচিব মো. সরোয়ার কামাল।
সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও উদ্যোক্তরা, অডিট কমিটির চেয়ারম্যান এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার। এ সময় কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধির ধারা বজায় রাখার জন্য শেয়ারহোল্ডাররা কোম্পানির সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির মোট শেয়ারহোল্ডার ইকুইটি ২০৯ কোটি ৬৪ লাখ টাকা। একই তারিখে কোম্পানি ৩২ কোটি ১৩ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা আয় করেছে। শেয়ারপ্রতি আয় ২ টাকা ৭৫ পয়সা। নিট সম্পদের শেয়ারপ্রতি মূল্য ১৭ টাকা ৯১ পয়সা।
Posted ১:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১৯ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy