মঙ্গলবার ১৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা ব্যাংকের প্রগতি সরণি শাখা উদ্বোধন

বিবিএ নিউজ.নেট   |   বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   350 বার পঠিত

পদ্মা ব্যাংকের প্রগতি সরণি শাখা উদ্বোধন

সবধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর মধ্য বাড্ডায় পদ্মা ব্যাংক লিমিটেডের প্রগতি সরণি শাখার উদ্বোধন করা হয়েছে। এটি পদ্মা ব্যাংকের ৫৮তম শাখা।

আজ বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল আহসান চৌধুরী আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পদ্মা ব্যাংকের বিজনেস হেড জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি মো.আহসান উল্লাহ খান, আরএমডি অ্যান্ড ল’ হেড ফিরোজ আলম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলাম, হেড অব ব্রাঞ্চ সাব্বির মোহাম্মদ সায়েমসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল আহসান চৌধুরী বলেন, করোনা মহামারিতে পদ্মা ব্যাংক গ্রাহকদের শতভাগ সেবা দিয়েছে। তাদের সুবিধার্থে খোলা রাখা হয়েছিল সবগুলো শাখা। তাতে করে বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স উত্তোলন করতে কোনো ভোগান্তি পোহাতে হয়নি। এসব বিবেচনা করে প্রগতি সরণি শাখাটি দ্রুত উদ্বোধন করা হয়েছে। যাতে করে মধ্য বাড্ডার গ্রাহকরাও আমাদের পরিসেবার আওতায় আসেন এবং নিশ্চিন্তে আর্থিক লেনদেন করতে পারেন।
প্রগতি সরণি শাখার উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল গ্রহণ, কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং-সহ সকল ব্যাংকিং সেবা।

এছাড়া গ্রাহকের ব্যাংকিং কার্যক্রমকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পদ্মা ব্যাংক নিয়ে এসেছে অ্যাপ সুবিধা পদ্মা ওয়ালেট। পদ্মা আই-ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে গ্রাহক সহজেই যেকোনো বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11185 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।