শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে আসছে ইউনিয়ন ব্যাংক

  |   মঙ্গলবার, ০৪ মে ২০২১   |   প্রিন্ট   |   1159 বার পঠিত

পুঁজিবাজারে আসছে ইউনিয়ন ব্যাংক

ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করতে চায় চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংক। এরই ধারাবাহিকতায় ব্যাংকটি ইস্যু ম্যানেজার নির্ধারণ করেছে।

ব্যাংকটিকে বাজারে আনতে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) ও ব্রাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। ইতোমধ্যে এ বিষয়ে তিনটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চোধুরী, পিবিআইএলের প্রধান পরিচালন কর্মকর্তা খন্দকার রায়হান আলী এবং ব্রাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রশিদ হুসেন। এ সময় তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি ৪২৮ কোটি টাকা সংগ্রহ করবে। বর্তমানে ব্যাংকটির অনুমোধিত মূলধন ১ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৫৫৯ কোটি টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারবাজারে তালিকাভুক্তর জন্য আবেদন করবে ব্যাংকটি।

ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে অনুমোদন নিয়েছে ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।