নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 892 বার পঠিত
আগের বছরের তুলনায় প্রথম প্রান্তিকে (১ জানুয়ারি’২১-৩১ মার্চ’২১) মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের। আজ অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
১,৮৭৪,৫৭১
জানা যায়, প্রথম প্রান্তিকের (১ জানুয়ারি’২১-৩১ মার্চ’২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির কর পর পরিশোধের পর মোট মুনাফা হয়েছে এক কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৬১৬ টাকা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল এক কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৪৫ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ১৮ লাখ ৭৫ হাজার ৫৭১ টাকা।
জানুয়ারি থেকে মার্চ ২০২১ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৫ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪ পয়সা।
জানুয়ারি থেকে মার্চ ২০২১ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ ১৫ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৩ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ বেড়েছে ২ পয়সা।
জানুয়ারি থেকে মার্চ ২০২১ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ২০ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২০ টাকা ১০ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২২ পয়সা।
Posted ৫:২৬ অপরাহ্ণ | সোমবার, ১২ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan